পটুয়াখালীতে নববর্ষ -১৪২৬ উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

পটুয়াখালীতে নববর্ষ -১৪২৬ উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

রিপন দাস , নিজস্ব  প্রতিনিধি: বাংলা   ও বাঙালী জাতির ঐতিহ্য বাংলা  নববর্ষ। আগামী ১৪ এপ্রিল ২০১৯ইং ১লা বৈশাখ  ১৪২৬ বঙ্গাব্দ   বাংলা নববর্ষ  সুষ্ঠ ও সুন্দর ভাবে উৎযাপনের   লক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের অংশগ্রহনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে  এ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, পৌর মেয়র ও দি-পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জি, দি-পটুয়াখালী চেম্বার অব কমার্সের সহ-সভাপতি খন্দকার ফরাদ জামান বাদল, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজাহিদ প্রিন্স প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালীর বিভিন্ন , রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগন এবং সাংস্কৃতিক জোটের ব্যক্তিবর্গ।সভায় বাঙালীর ঐতিহ্য কিভাবে সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে পালন করা যায় সে বিষয়ে ব্যাপক আলোচনা হয় এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।পটুয়াখালীর  মানুষ যেন শান্তিপূর্ণ ভাবে ১লা বৈশাখ উদযাপন করেতে পারে সে জন্য পুলিশ প্রশাসন সদা সুদৃষ্টি রাখবে বলে জানানো হয়।